ইমরানের গানে ভারতীয় মডেল, শুটিং কাশ্মীরে

ঢাকা প্রেস,বিনোদন বিনোদন:-
ইমরানের জনপ্রিয় গানগুলো যেমন ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’, ‘জেনে যাও তুমি’ শ্রোতারা প্রায় সবাই শুনেছেন। এগুলোর গীতিকার জামাল হোসেন, যিনি আরও অনেক গানে ইমরানের সঙ্গে সুর-সংগীত পরিচালনা করেছেন।
দীর্ঘ বিরতির পর আবারও ইমরান নতুন গান নিয়ে আসছেন, এবং এই গানের গীতিকারও জামাল হোসেন। আগামী মঙ্গলবার রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘আমি ভেঙ্গে চূরে যাই’ শিরোনামের মিউজিক ভিডিও। এই ভিডিওতে মডেল হয়েছেন ভারতীয় আহমেদ বিন সজীব ও কমলিকা কর্মকার। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা, এবং চিত্রায়ণ হয়েছে কাশ্মীরে।
গানটি সম্পর্কে জামাল হোসেন বলেন, “ইমরানের সঙ্গে আমার যতগুলো গান হয়েছে, সবগুলোই শ্রোতারা প্রশংসিত করেছেন। ইমরান শুধুমাত্র সুরের নয়, গানের কথার দিকেও সমান গুরুত্ব দেন, তাই তার জন্য গান লেখার সময় অনেক ভাবনা-চিন্তা করতে হয়। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, শ্রোতাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হয়ে ওঠে।”
ইমরান বলেন, “অনেক দিন পর জামাল ভাইয়ের কথায় আমার একক গান আসছে। আগের গানগুলো শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন, তাই এ গানটি নিয়েও আমার প্রত্যাশা রয়েছে। আর মিউজিক ভিডিওটিতে নতুনত্ব আনতে কাশ্মীরে চিত্রায়ন করা হয়েছে। আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবেন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫