|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৫ ০৭:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:৫২ অপরাহ্ণ

জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর


জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর


ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-



বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ, এবং তারাই ঠিক করবে দেশের নেতৃত্বে কে থাকবে। এটি নির্ধারণের জন্য সংবিধান বা অন্য কোনো নীতিমালার প্রয়োজন নেই, কারণ জনগণই সবচেয়ে বড় শক্তি।

 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট ডি এস আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "এক সময় ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের জানাজায় উপস্থিতি দেখা যায়নি, অথচ এখন ১৫ আগস্ট নিয়ে কোনো মাহফিলের কথাও শুনতে পাই না। এতে বোঝা যায়, শেখ হাসিনা তার বাবার প্রতি দ্বিতীয়বার অবিচার করেছেন।"
 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গেও কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, রাজনৈতিক দল গঠনে কোনো বাঁধা নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত একটি দল পূর্ণতা না পাবে এবং নির্বাচন কমিশন থেকে অনুমোদিত না হবে, ততক্ষণ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হলে সরকার কীভাবে নিরপেক্ষ থাকতে পারে?
 

তিনি আরও যোগ করেন, "এখনই রাজনৈতিক দলগুলোকে আত্মপ্রকাশ করতে হবে, এখনই নির্বাচন হতে হবে। তবে যদি মনে করা হয় যে নির্বাচন তাদের ছাড়া হবে না, তাহলে তা বৈষম্যবিরোধী আন্দোলনের আড়ালে নতুন এক বৈষম্যের সৃষ্টি করছে। আমরা সেই বৈষম্যের অবসান চাই।"
 

ভারতের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, "যারা ভারতে পালিয়েছে তাদের ফেরত দিন। আমরা তাদের গ্রহণ করব এবং আপনাদের প্রতি ন্যায়বিচার করব।"
 

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও হালুয়াঘাট-ধোবাউড়া আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালমান ওমর রুবেল প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫