|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২২ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্কের অনুপস্থিতি, অজিদের নেতৃত্বে স্মিথ


চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টার্কের অনুপস্থিতি, অজিদের নেতৃত্বে স্মিথ


স্পোর্টস ডেস্ক:-

 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য এল ইনজুরির ধাক্কা। দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। একই কারণে ইনজুরিতে পড়েছেন জশ হ্যাজলউডও।
 

এছাড়া মিশেল মার্শ আগেই ইনজুরির কারণে দল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। একে একে আরও এক দুঃসংবাদ এল, কারণ মার্কোস স্টইনিস ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছেন, ঠিক দলের ঘোষণার আগ মুহূর্তে।
 

এই দুঃসংবাদের মাঝে আরও একটি বড় সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ পেসার মিশেল স্টার্ক, যিনি ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করেছেন।
 

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বুধবার ঘোষণা করেছেন নতুন দলের। স্টিভ স্মিথকে অধিনায়ক করে, দলে যুক্ত হয়েছেন নতুন পেসাররা: শেন অ্যাবট, নাথান এলিস, অ্যারন হার্ডি, বেন ডারসুইচ ও স্পেন্সার জনসন।
 

অস্ট্রেলিয়ার দলের স্পিন বিভাগেও পরিবর্তন এসেছে। দুই স্পিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শট, আর দুই স্পেশালিস্ট স্পিনার অ্যাডাম জাম্পা ও তানভির শাংহা রয়েছেন। ব্যাটিংয়ের জন্য দলের শক্তি বৃদ্ধি করেছেন ট্রাভিস হেড, জ্যাক ফ্রেশার, ম্যাকগার্ক, মার্নাস লাবুশানে, জস ইংগলিস ও অ্যালেক্স কেরি।
 

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক বেইলি বলেন, “স্টার্কের সিদ্ধান্ত আমরা সম্মান জানাই। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। তবে তার না থাকায় অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হয়েছে।”
 

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল:

স্টিভ স্মিথ (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডারসুইচ, নাথান এলিস, জ্যাক ফ্রেশার, ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জস ইংগলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির শাংহা, ম্যাথু শট, অ্যাডাম জাম্পা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫