বৃষ্টিতে জলাবদ্ধতা ও রাজনৈতিক অবরোধে ঢাকায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানী ঢাকায় আধাঘণ্টার প্রবল বর্ষণ ও একই সময়ে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও অবরোধ কর্মসূচির ফলে শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ নেওয়ার দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন এবং কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে এসব এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
একই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলও তাদের নেতা সাম্যর হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবিতে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। ফলে এসব এলাকাও যানজটের কবলে পড়ে।
এদিকে দুপুরের দিকে হঠাৎ টানা অর্ধঘণ্টার ভারী বৃষ্টিতে ধানমন্ডি, নিউমার্কেট, সায়েন্সল্যাব ও বাটা সিগন্যাল এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। হাঁটু পর্যন্ত জমে থাকা পানির কারণে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। স্থানীয় বিপণিবিতানগুলোতেও পানি ঢুকে পড়ে।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বাটা সিগন্যাল এলাকায় যানজটে আটকে পড়া সমকাল পত্রিকার সাংবাদিক ওবায়দুর রহমান জানান, ওই এলাকায় পানি জমে রাস্তায় চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বাসচালকরা বাধ্য হয়ে যাত্রীদের নামিয়ে দেন।
উত্তরা থেকে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়া এক বাসচালক বলেন, “বৃষ্টির কারণে রাস্তা ডুবে গেছে। এক জায়গায় ঘণ্টাখানেক ধরে আটকে আছি। এমন চললে সারাদিনেও গুলিস্তান পৌঁছানো যাবে না।”
আজিমপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী হাসান বলেন, “জরুরি কাজে মতিঝিল যাওয়ার প্রয়োজন ছিল। ভেবেছিলাম মোটরসাইকেলে দ্রুত পৌঁছাতে পারব। কিন্তু মৎস্য ভবন এলাকায় আধাঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি।”
গুগল ম্যাপ ও জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, এই যানজট ইতোমধ্যেই মগবাজার, কারওয়ান বাজার, পান্থপথ, এয়ারপোর্ট রোড, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল ও মহাখালীসহ রাজধানীর প্রায় সব এলাকায় ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারছে না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫