পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ রাখার প্রস্তাব নিয়ে আবারো সরব তৃণমূল কংগ্রেস।
অনলাইন ডেস্ক:-
মঙ্গলবার রাজ্যসভার জিরো আওয়ারে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, রাজ্যের নাম পরিবর্তন তার ইতিহাস ও সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ এবং এই নাম রাজ্যের পরিচয়কে আরও শক্তিশালী করবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠির প্রসঙ্গ উল্লেখ করে ঋতব্রত বলেন, নতুন নামকরণ রাজ্যের জনগণের আকাঙ্ক্ষা এবং সংস্কৃতির প্রতিফলন হবে, যা রাজ্যের ইতিহাসের সঙ্গে মিল রেখে করা উচিত।
এর আগে বেশ কয়েকবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি উঠলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় এখনো তা বাস্তবায়িত হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫