ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে বাজারমূল্য

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। রপ্তানির স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসব পণ্য আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে বন্দরের বাজারে আলু ও পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বর্তমানে ভারতীয় আলু প্রতি কেজি ৭০ টাকা এবং দেশি আলু ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার আগে বুকিং করা দুটি ট্রাকে আমদানি হওয়া আলু বন্দরে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। একদিনের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম ১০ টাকা বেড়েছে। যদিও পেঁয়াজের দামে এখনো স্থিতিশীলতা রয়েছে।
রোববার সর্বশেষ ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ এবং ৭২ ট্রাকে ২,০০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছিল। এরপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দেয়।
ভারতের এক রপ্তানিকারক জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় পেঁয়াজ ও আলুর মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে অন্য রাজ্য থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির পথ বের করার চেষ্টা করবেন। পাশাপাশি যেসব ট্রাক ইতোমধ্যে লোডিং অবস্থায় রয়েছে, সেগুলোর স্লট বুকিং নিশ্চিত করা না হলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, পশ্চিমবঙ্গে পণ্য রপ্তানির জন্য অনলাইনে স্লট বুকিং করতে হয়। তবে রোববার থেকে এই সিস্টেম বন্ধ থাকায় স্লট বুকিং দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে পেঁয়াজ ও আলু আমদানিতে অচলাবস্থা দেখা দিয়েছে। সোমবার আগে বুকিং করা দুটি ট্রাকে আলু আসলেও মঙ্গলবার থেকে নতুন কোনো আমদানি হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫