|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুন ২০২৩ ০৪:৩৬ অপরাহ্ণ

আমার মতো আর কেউ নেইঃ জ্লাতান


আমার মতো আর কেউ নেইঃ জ্লাতান


য়স ৪১ বছর ছাড়িয়েছে। কাবু ছিলেন একের পর এক ইনজুরিতে। এর পরও দিন চারেক আগে জ্লাতান ইব্রাহিমোভিচ জানান, ‘এখনই অবসর নয়।’ তবে সিরি ‘এ’তে এসি মিলানের শেষ ম্যাচে নিজেকে ‘সুপারম্যান’ দাবি করা এই সুইডিশ কিংবদন্তি দিলেন ফুটবল ছাড়ার ঘোষণা।

বর্ণময় ইব্রা বিদায় বেলায় জানালেন, ‘দীর্ঘ এক ক্যারিয়ার ছিল এটা, সত্যিই লম্বা। যারা আমাকে শক্তি জুগিয়েছে, চালিয়ে যাওয়ার তাড়না ও প্রেরণা জুগিয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আমার মতো আর কেউ নেই। জ্লাতান একজনই।’


১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু ইব্রাহিমোভিচের। অক্টোবরে ৪২ বছরে পা দিতে যাওয়া এই কিংবদন্তি খেলেছেন আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও এসি মিলানে। ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারটা শেষ করলেন ৯৮৮ ম্যাচে ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি নিয়ে। সুইডেনের হয়ে রেকর্ড ৬২ গোলও ইব্রার।


২০১৬ ইউরোর পর জাতীয় দলকে বিদায় বললেও আবারও ফিরে আসেন ২০২১-এ। এই কিংবদন্তিকে বিদায় জানাতে সান সিরোর গ্যালারিতে দর্শকরা মেলে ধরে বিশাল ‘টিফো’, যেখানে লেখা ছিল ‘গুডবাই’। এসি মিলানের খেলোয়াড় ও স্টাফরা দেন গার্ড অব অনার। আবেগী ইব্রা এ সময় মুছছিলেন চোখের জল। মাইক হাতে বলছিলেন, ‘আমার অবসরের খবরটা এমনকি পরিবারের কেউ জানত না। 

চাইছিলাম সবাই একসঙ্গে যেন জানতে পারে।’ মিলানের স্মৃতি নিয়ে জানালেন, ‘ফুটবলকে বিদায় বলছি তবে আপনাদের নয়। প্রথমবার এখানে যখন এসেছিলাম, তখন আপনারা খুশি করেছিলেন আমাকে। দ্বিতীয় দফায়  দিয়েছেন ভালোবাসা।’ চোটের জন্য ভেরোনার বিপক্ষে ম্যাচটা খেলেননি ইব্রা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫