|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৪ ০২:৪৭ অপরাহ্ণ

১৪ বছর তিন মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়


১৪ বছর তিন মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়


১৪ বছর তিন মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন মনন রেজা নীড়। গতকাল শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে পরাজিত করেন। এই জয় তার কাছে হয়ে এসেছে লক্ষ্য পূরণে বড় একটা বাঁক হিসেবে। 

 

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মনন রেজা নীড়ের রেটিং ইতিমধ্যে ২৪৫০। নীড়ের দুটি নর্ম আগেই ছিল। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ায় আনুষ্ঠানিকভাবে খেতাব পেতে তাকে অপেক্ষা করতে হবে না।


 
আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে মনন ভেঙেছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ১৫ বছর পাঁচ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার টাইটেল পেয়েছিলেন। গত জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে হয়েছিল জাতীয় চ্যাম্পিয়ন। এবার ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছে এ কিশোর।

 

আজ হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে হারাতে পারলে মননের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও হয়ে যাবে। নীড়কে নিয়ে বর্তমানে বাংলাদেশের দাবায় আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচে। বাকি চারজন- জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর ও ফাহাদ রহমান। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫