হাসনাতের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ৪৩ জন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নতুন করে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত চালানো অভিযানে এসব গ্রেপ্তার হয়। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।
এর আগে সোমবার (৫ মে) গাজীপুর জেলা ও মহানগর এনসিপির প্রতিনিধি খন্দকার আল আমিন বাসন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
হামলার বিষয়টি প্রথম জানান এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “হাসনাতের গাড়িতে গাজীপুরে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে।” তিনি দলীয় নেতাকর্মীদের হাসনাতকে উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান।
সারজিসের তথ্য অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫