রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা
রাজধানীর মধ্য বাড্ডায় বাসার ভেতরে গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, বাসার মেঝে থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনির নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, যেখানে মরদেহটি পাওয়া গেছে, সেটি নিহত মামুনের নিজ বাসা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারিদের অভ্যন্তরীণ বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার এবং স্থায়ী ঠিকানা পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫