|
প্রিন্টের সময়কালঃ ৩০ আগu ২০২৫ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ


বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদীপাড়ের মানুষ


ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলার তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ২৯ সেন্টিমিটার উঁচুতে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারীসহ ৬টি উপজেলার চরাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।

পানির চাপে নিম্নাঞ্চলের বহু বসতবাড়ি পানিতে ডুবে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকির মুখে। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫