|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুলাই ২০২৫ ০২:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৩ ০৪:৪০ অপরাহ্ণ

সৌদি প্রো লিগের ক্লাব যোগ দিতে যাচ্ছেন লিভারপুলের অধিনায়ক


সৌদি প্রো লিগের ক্লাব যোগ দিতে যাচ্ছেন লিভারপুলের অধিনায়ক


লিভারপুলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন যোগ দিতে যাচ্ছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিফাকে। এ ব্যাপারে উভয় ক্লাবের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে সৌদি ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এর মাধ্যমে লিভারপুলের সাবেক মিডফিল্ডার স্টিফেন জেরার্ডের সঙ্গে আবারো সাক্ষাত হতে যাচ্ছে হেন্ডারসনের। এ মাসের শুরুতে জেরার্ডকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আল-ইত্তিফাক।

৩৩ বছর বয়সী হেন্ডারসনের নেতৃত্বে ২০২০ সালে ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মত প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে লিভারপুল। এর আগের বছর জয় করেছিল চ্যাম্পিয়ন্স লিগ। ইংলিশ তারকা হেন্ডারসনকে ছেড়ে দিতে সৌদি ক্লাবটির কাছ থেকে লিভারপুল পাচ্ছে ১২ মিলিয়ন পাউন্ড। ২০১১ সালে সান্ডারল্যান্ড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন হেন্ডারসন।

২০১৫ সালে অ্যানফিল্ডে অধিনায়ক হিসেবে জেরার্ডের স্থলাভিষিক্ত হন তিনি। বুধবার জার্গেন ক্লপের দলের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে কার্লশ্রুয়ের বিরুক্ষে স্কোয়াডের বাইরে ছিলেন হেন্ডারসন। এদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোকেও হারানোর দ্বারপ্রান্তে রয়েছে লিভারপুল। ৪০ মিলিয়ন পাউন্ডে সৌদি লিগের আরেক ক্লাব আল-ইত্তিহাদে যাওয়া প্রায় নিশ্চিত ফ্যাবিনহোর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫