|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

শিশু সুরক্ষা ও দ্রুত বিচার দাবিতে প্রশাসনে স্মারকলিপি প্রদান


শিশু সুরক্ষা ও দ্রুত বিচার দাবিতে প্রশাসনে স্মারকলিপি প্রদান


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে শিশুদের সুরক্ষা নিশ্চিত ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ও ইয়েসবিডি কুড়িগ্রাম শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় এবং পুলিশ সুপার মাহফুজুর রহমানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
 

এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মার্জিয়া মেধার স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের ঘটনায় শিশুরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত, অথচ তারা প্রতিনিয়ত ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। শিশু নির্যাতনের ঘটনাগুলো সামনে আসার পর থেকে তাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
 

স্মারকলিপিতে শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদানের জন্য জোর অনুরোধ জানানো হয়। এছাড়া, শিশু ধর্ষক, নির্যাতনকারী এবং এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
 

বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়। এনসিটিএফের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫