রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি

রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে অবস্থিত ‘শম্পা জুয়েলারি’ নামের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে চোরচক্রের দুই সদস্য বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের ভেতর থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে।
দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে প্রায় ৪০০ ভরির স্বর্ণালংকার প্রদর্শনের জন্য সাজানো ছিল এবং আরও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ রাখা ছিল। এছাড়া দোকানে প্রায় ৪০ হাজার টাকা নগদ অর্থও ছিল—সবই নিয়ে গেছে চোরচক্র।
তিনি আরও বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান খবর দিলে এসে দেখি, দোকানে কিছুই নেই।”
এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের শনাক্তে কয়েকটি ইউনিট কাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। সে ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫