খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রায়োগিক মাঠ পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ২৫ একর কৃষিজমিতে পরিচালিত প্রদর্শনী কার্যক্রমের আওতায় ২৫ জন কৃষক-কৃষাণীর মাঝে বীজ, সার, পোকামাকড় ও রোগ দমনের জন্য কীটনাশক ও ছত্রাকনাশক, সাইনবোর্ডসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, বোরো মৌসুমে সঠিক বয়সে চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, আগাছা দমন, পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে ব্রি উদ্ভাবিত আধুনিক ও উচ্চফলনশীল ধানের সর্বোচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে আধুনিক চাষাবাদ পদ্ধতির সঠিক প্রয়োগের মাধ্যমে ধান চাষকে লাভজনক করে তোলা এবং দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, মাজরা পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগ প্রতিরোধে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ধানের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ বিষয়ে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কৃষিবিদ তরুণ জয় ত্রিপুরা উপস্থিত থেকে বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম এ অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম দেখে অন্যান্য কৃষকরাও আধুনিক ধান চাষে উদ্বুদ্ধ হবেন।
উল্লেখ্য, এর আগে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বোরো মৌসুমে ব্রি উদ্ভাবিত স্থানভিত্তিক জনপ্রিয় উচ্চফলনশীল ধানের বীজ বিনামূল্যে বিতরণ করেছিল ব্রি খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬