|
প্রিন্টের সময়কালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

দেবীদ্বারে এক মাস পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার


দেবীদ্বারে এক মাস পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার


কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে মো. করিম ভূঁইয়া (৪৫)-এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ মরদেহ উদ্ধার হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
 

করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের মন্ত্রীবাড়ি এলাকার মৃত আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। মরদেহ উদ্ধারের পর করিমের স্ত্রী ও দুই ছেলে—তৌহিদ হোসেন ভূঁইয়া এবং তামজিদ হোসেন ভূঁইয়াসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
 

স্থানীয় সূত্র জানায়, গত ১৩ আগস্ট সকাল থেকে করিম ভূঁইয়া নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার দুই ছেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ ও বিজ্ঞপ্তি দিয়ে বাবার সন্ধান চাওয়া হয়। কিন্তু এক মাসেও কোনো খোঁজ মেলেনি।
 

এলাকাবাসীর ধারণা, ছেলেদের বিদেশে পাঠানোর জন্য জমি বিক্রির চাপ দিচ্ছিলেন করিমের স্ত্রী ও সন্তানরা। কিন্তু করিম এতে রাজি ছিলেন না। এ বিরোধ থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। স্থানীয়রা আরও জানান, নিখোঁজের কয়েকদিন আগে রাতের বেলায় করিমের শ্যালককে বোনের বাড়ি থেকে বস্তায় কিছু সরাতে দেখেছিলেন তারা।
 

বুধবার রাতে করিমের শ্বশুরবাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয়। পরে ট্যাংক খুলে হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশ দেখতে পান স্থানীয়রা এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
 

ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫