নতুন গান নিয়ে এলো আঁখি আলমগীর
ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের নতুন একটি গান প্রকাশিত হলো।
দীর্ঘ সফল ক্যারিয়ারে আঁখি আলমগীর নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি গান আঁখির কণ্ঠে। গানের শিরোনাম ‘জানের জান’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন তরুণ চিত্রনায়ক শিশির সরদার ও অভিনেত্রী অলংকার চৌধুরী । দুজনই এর আগে কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এবারই প্রথম আঁখি আলমগীরের গানে মডেল হলেন তারা। গতকাল গুলশানের একটি রেস্টুরেন্টে তার 'জানের জান ' গানটি প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। এ ক্ষেত্রে কোরিওগ্রাফারের প্রশংসা করতেই হয়। আর মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার খুবই ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। আমি কাজটি নিয়ে আশাবাদী।’
অলংকার চৌধুরী বলেন, ‘ছোটবেলায় স্কুলে আমি আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। এখন তারই গানের মডেল হব এটা কল্পনাও করিনি। এটা আমার জন্য সৌভাগ্যের। কাজটি ভালো হয়েছে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ মিউজিক ভিডিওটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
দেশের সংগীতাঙ্গনে স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী বলা হয় জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরকে। আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য শিশুশিল্পী আর গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে প্লেব্যাক করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫