রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকালেই উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার বিকেল ৫টায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দিনটির অন্যতম আয়োজন ছিল রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন, যেখানে তাদের প্রত্যাবাসন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সেশনে রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দীর্ঘদিন ধরে তাদের শরণার্থী জীবন যাপন করতে হচ্ছে। তারা জানান, জোরপূর্বক নয়, বরং অধিকার ও মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান তারা।
এই আলোচনায় দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের পাশাপাশি রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫