|
প্রিন্টের সময়কালঃ ১৭ জুলাই ২০২৫ ০৮:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০৫:৫০ অপরাহ্ণ

রাজধানীতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ


রাজধানীতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ


ঢাকা, ১৬ জুলাই ২০২৫:-



গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশ ও গাড়িবহরে হামলার পর সারাদেশে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে, ঠিক সেই প্রেক্ষাপটে এবার রাজধানীতেও ঘটল দৃষ্টান্তমূলক সহিংসতার চেষ্টা।

 

বুধবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি দ্রুতগতিতে এসে ককটেলটি ছুড়ে পালিয়ে যায়। সেটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
 

বাংলামোটর ট্রাফিক সিগন্যালে দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট বলেন, “আমি রাস্তায় একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখি। তবে কারা এটি ছুড়ে মেরেছে, সে বিষয়ে কিছু বলতে পারছি না।”
 

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও আশপাশের দোকানদারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ আহত হয়নি। ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ককটেলটি নিস্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
 

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির জনসভায় হামলা ও গাড়িবহরে ভাঙচুরের ঘটনার পর দলটির নেতারা বারবার নিরাপত্তা হুমকির আশঙ্কা প্রকাশ করে আসছেন। রাজধানীতে ককটেল নিক্ষেপের এ ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিলো। দলটির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫