|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৭ অপরাহ্ণ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল চুরির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা


মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল চুরির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল চুরির ঘটনায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।
 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, সিপিজিসিবিএলের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন।
 

তদন্তে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার তামার ক্যাবল চুরি করে বিক্রি করে দিয়েছে। গত আগস্টে তারা তিনটি কনটেইনারে ৫৬.৯০ টন ক্যাবল গোপনে বিক্রি করে।
 

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫