সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ-
দীর্ঘ ৪০ বছর যাবত ইমামতি করেন আব্দুল হালিম(৭০) ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ী কোম্পানীগন্জ থেকে আজ কর্মস্হলে আসলে রাস্তা পার হতে সময় সিমেন্ট কোম্পানীর ট্রাক চাপা দিলে ঘটনাস্হলেই তার মৃত্যু ঘটে।
বাঁশবাড়ীয়া ১ নং ওয়ার্ডের বাতারপাড়া এলাকার বাসিন্দা ওমর ফারুক জানায়, হুজুর দীর্ঘ ৪০ বছরের ও অধিক দিন যাবত বাতারপাড়া কানন হাসান গোমস্তা জামে মসজিদের ইমামতি করেন ও মক্তবে পড়ান।
ঈদের জামাত পড়ে দেশের বাড়ী বরিশালে বেড়াতে যান,ছুটি শেষে আজ বিকাল ২ টায় ইউনিটেক্স মিলের সামনে গাড়ী থেকে নেমে রাস্তা পার হয়ে কর্মস্হল সমজিদে যাওয়ার সময় ওনাকে একটি কনফিডেন্স সিমেন্ট এরকোম্পানীর গাড়ি স্লো করেন এবং ঐ কনফিডেন্স গাড়ির পিছনে এসে অন্য একটি কন্টেইনার ধাক্কা দেই,, আর ধাক্কা দেওয়া তে কনফিডেন্স সিমেন্ট এর গাড়িটি হুজুরের পায়ের ওপর চাকা ওঠে পড়ে যার ফলে হুজুরের পা একদম রাস্তার সাথে পিষে যায়, লোকজন তাকে উদ্ধার করে চমেক পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে, অতিরিক্ত রক্তপাত হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানান।
স্বানীয়রা জানায়,ইমামসাহেব ৪০ বছর যাবত বাতারপাড়া কানন হাসান গোমস্তা জামে মসজিদে ইমামতি দায়িত্বে ছিলেন এবং তার পাশাপাশি ইউনিটেক্স স্পিনিং মিলস চাকরিও করেন।
তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে,অনেকেই কান্নায ভেঙ্গে পড়েন,তারা বলেন,আমাদের কে হুজুর আরবী পড়ান,মসজিদে সুনামের সাথে ইমামতি করেছেন।তার অনেক সুনাম রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫