|
প্রিন্টের সময়কালঃ ২০ জানুয়ারি ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ণ

সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা প্রকাশ


সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা প্রকাশ


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সরকার এই ন্যক্কারজনক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশে হিংস্রতা, জাতিগত বিদ্বেষ ও গোঁড়ামির কোনো স্থান নেই। যারা দেশের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবি ভবনের সামনে সংখ্যালঘু ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে যে, স্টুডেন্টস ফর সভারেন্টি নামে একটি সংগঠনের ব্যানারে আসা কিছু লোক এই হামলায় অংশ নেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
 

উল্লেখ্য, স্টুডেন্টস ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে এনসিটিবি সম্প্রতি পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত একটি গ্রাফিতি সরিয়ে ফেলে। গত রোববার এনসিটিবি ঘেরাও কর্মসূচির পর অনলাইন সংস্করণ থেকেও সেই চিত্রকর্মটি মুছে ফেলা হয়। তবে, এর প্রতিবাদে বিভিন্ন পাহাড়ি সংগঠন ক্ষোভ প্রকাশ করে এবং নিন্দা জানায়।
 

এই ঘটনা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং দেশের শান্তি ও সম্প্রীতির জন্য উদ্বেগ তৈরি করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫