ঢাকা প্রেস নিউজ
ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মূলত নিজেদের সেভেন সিস্টার্স অঞ্চল রক্ষার উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের জন্য নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, "আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে, ভারত ১৯৭১ সালে কিভাবে পাকিস্তানকে বিভক্ত করার অভ্যন্তরীণ উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা কেবল বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজেদের উত্তর-পূর্বাঞ্চল (সেভেন সিস্টার্স) রক্ষার জন্য এতে অংশ নেয়।"
তিনি আরও বলেন, "ভারত একাত্তরের মুক্তিযুদ্ধকে নিজেদের যুদ্ধ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আওয়ামী লীগও স্বাধীনতার ক্ষেত্রে ভারতকে বড় ভূমিকা দেখিয়ে স্বাধীনতা প্রতিষ্ঠার কৃতিত্ব দিয়েছে। ভারত বাংলাদেশের স্বাধীনতাকে মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে উপস্থাপন করছে।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, "একাত্তরের পর ভারত যেসব পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে কোনগুলো ছিল তাদের স্বার্থে এবং কোনগুলো ছিল আমাদের স্বার্থে, সেগুলো লেখনী, বক্তব্য এবং চিন্তায় তুলে ধরতে হবে।"
সারজিস আলম আরও অভিযোগ করেন, "আওয়ামী লীগ গত ১৬ বছরে ভারতকে বাংলাদেশের মনিবের স্থানে প্রতিষ্ঠা করেছে। ক্ষমতা সুরক্ষার জন্য তারা স্বেচ্ছায় দাসত্ব মেনে নিয়েছে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের কাছে দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং তারা যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে চেয়েছে।"