ময়মনসিংহে বইমেলা: লেখক-পাঠকের সেতুবন্ধন গড়ে তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বইমেলা লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যা সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। তিনি বলেন, বইমেলা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় করে এবং আমাদের ঐতিহ্য রক্ষা ও মননশীল সমাজ গঠনে কাজ করে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
বিভাগীয় কমিশনার জানান, আগামী ১২ ডিসেম্বর ২০২৫ বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ।
এছাড়া ১৫ ডিসেম্বর মেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
ব্রিফিংয়ে জানানো হয়, এবারের বইমেলায় ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। নয় দিনব্যাপী এই মেলায় প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, কচিকাঁচার উৎসব, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তিসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
বইমেলাকে ঘিরে সাহিত্যপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫