|
প্রিন্টের সময়কালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে পুজা উদযাপনকে কেন্দ্র করে যৌথ সভা


সীতাকুণ্ডে পুজা উদযাপনকে কেন্দ্র করে যৌথ সভা


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-

 

সীতাকুণ্ডে উপজেলা পুজা কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মিলিত হয়ে পুজা উদযাপনের প্রস্তুতি নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত করেন। সভায় সবাই একমত হন, পুজার সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
 

আজ ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড ও মীরসরাই ক্যাম্পের দায়িত্বশীল মেজর আহনাফ হাসান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ তাহের, পৌর জামায়াতের সভাপতি আলী আকবর, উপজেলা আনসার কর্মকর্তা শাহিনুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ ইছাক, এবং উপজেলা পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বীর বাহাদুর শাস্ত্রী। এছাড়া অন্যান্য রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
 

বক্তারা বলেন, এবারের পুজা হবে উৎসবমুখর এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালিত হবে। তবে কোনো ধরনের বেহায়াপনা, মদ্যপান, মাতলামি, আতশবাজি বা নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো, মধ্যরাতের পর মণ্ডপে নাচগান বা মাইকের ব্যবহার চলবে না। যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানার সম্মুখীন হতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫