বড়াইগ্রামে তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে কৃষকদের তামাক চাষ থেকে বিরত রাখতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষিবিদ মো. সজীব আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হোসনে আরা মিরা, উপজেলা বন কর্মকর্তা, ৪নং নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দোহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলটনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সেমিনারে বক্তারা তামাক চাষের ক্ষতিকর প্রভাব ও বিকল্প ফসল চাষের উপকারিতা নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকার কৃষক, তামাক চাষি ও সার ডিলাররা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫