ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ৬ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের এক সংঘর্ষে হামলা ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা ৩০ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন। ফলে মহাসড়কের দুই পাশজুড়ে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, টঙ্গীর সংঘর্ষে যারা নিরীহ তাবলিগ জামাতের সাথীদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দিতে হবে। এছাড়া, কুমিল্লা জেলার সব মসজিদ থেকে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তারা। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতোই সাদপন্থীদেরও নিষিদ্ধ করার দাবি ওঠে সমাবেশে।
কুমিল্লার উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর রাতের বেলায় টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে চারজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫