|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:২৫ অপরাহ্ণ

বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদী শাসন আসবে না: নাহিদ ইসলাম


বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদী শাসন আসবে না: নাহিদ ইসলাম


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদ বা স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা আর ফিরে আসবে না। তিনি জোর দিয়ে বলেন, এসব প্রবণতার পথ রুদ্ধ করেই সামনে এগিয়ে যাবে এনসিপি।
 

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

নাহিদ ইসলাম বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকেই আমরা একটি মৌলিক রাজনৈতিক পরিবর্তনের কথা বলে আসছি। আমাদের উদ্দেশ্য শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং রাষ্ট্র কাঠামোয় গুণগত পরিবর্তন এনে জনগণের অধিকার নিশ্চিত করা।”
 

তিনি আরও বলেন, “আমরা ‘সংস্কার’ বলতে শুধু কসমেটিক পরিবর্তন বুঝি না, বরং এমন আমূল ও মৌলিক সংস্কার বুঝি যা রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করে তুলবে। অতীতে আমরা সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের চর্চা দেখেছি। সংবিধানের ভেতরেই এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থার বীজ রোপণ হয়েছিল, যা স্বৈরতান্ত্রিক শাসনের প্রবণতাকে প্রশ্রয় দিয়েছে।”
 

এনসিপি আহ্বায়ক জানান, দলটি বিশেষভাবে সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচারব্যবস্থা ও নির্বাচনব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনায় আমরা মতামত দিয়েছি। অধিকাংশ প্রস্তাবে আমরা একমত হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আংশিক বা বিকল্প মতামত দিয়েছি। আজকের আলোচনায় এ বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হবে বলে আশা করছি।”
 

শেষে নাহিদ ইসলাম বলেন, “জাতির সামনে আমাদের একটি অঙ্গীকার রয়েছে—ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের সব পথ রুদ্ধ করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব। জাতীয় ঐকমত্য ও জুলাই সনদের আলোকে আমরা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করব।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫