বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট: সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদ

ঢাকা প্রেসঃ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ বুধবার (৮ মে) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন বয়কট করেছেন রিপোর্টাররা।
গত দেড় মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে,ইআরএফ, টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ডিআরইউ, ডিইউজে, বিএফআইউজেসহ বিভিন্ন সংগঠন এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে,সাংবাদিকরা মনে করেন, এটি স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র, মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
নির্ধারিত সময় দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন শুরু হয়,ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম ফ্লোর নিয়ে কথা বলেন এবং সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন,কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত জানানোর পর সকল সাংবাদিক বয়কট করে প্রস্থান করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫