|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৬ অপরাহ্ণ

ময়মনসিংহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন এর উদ্যোগে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত  


ময়মনসিংহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন এর উদ্যোগে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত  


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহ বিভাগীয় শিক্ষক সমাবেশ-২০২৫ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে   অনুষ্ঠিত হয়েছে। 
 

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামসুল আলমের সভাপতিত্বে আজ ২৩  ফেব্রুয়ারী রবিবার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে অনুষ্ঠিত হয়েছে । 
 

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুখলেছুর রহমান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনের মহাসচিব শামসুল আলম।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব তাজুল ইসলাম ফরাজি , শামছুল হক আনসারী।
 

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি খুরশেদ আলমের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি ঢাকা শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মাঝে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেন।
 

সেই ঘোষণা আগামী জুন ২০২৫  এর মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়। 
 

বক্তরা আরো বলেন আগামী ২৫ জুনের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে দেশের সকল শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে  কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি পালন করা হবে। সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫