|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুলাই ২০২৫ ০৪:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে ৯ সদস্যের কমিশন গঠন


উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে ৯ সদস্যের কমিশন গঠন


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৮ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 

কমিশনের নেতৃত্বে থাকছেন সাবেক সিনিয়র সচিব এ কে এম জাফর উল্লা খান। সদস্য হিসেবে রয়েছেন বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মনোনীত অতিরিক্ত সচিবরা, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী আশরাফ আলী।
 

কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 

প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ কারণ ও দায়দায়িত্ব নির্ধারণ, হতাহতদের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় বিশ্লেষণ করবে কমিশন।
 

কমিশনের কার্যপরিধিতে অন্তর্ভুক্ত রয়েছে—

  • দুর্ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপনা নির্মাণের যথার্থতা ও আইনগত দিক পর্যালোচনা

  • ফ্লাইং জোনের নিরাপত্তা ও পরিচালনার বিষয় বিশ্লেষণ

  • দুর্ঘটনা প্রতিরোধ ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সুপারিশ

  • জরুরি উদ্ধার ও ব্যবস্থাপনা পরিকল্পনার সক্ষমতা মূল্যায়ন

  • প্রয়োজনে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তলব ও সাক্ষাৎকার গ্রহণ
     

কমিশন ‘দ্য কমিশনস অব ইনকোয়াইরি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত কাজে সহায়তা প্রদানে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫