ট্রায়াল ম্যাচে সিনিয়র দলের কষ্টার্জিত জয়: ম্যাচ সেরা রিয়াজ
ক্রীড়া ডেস্ক:-
নগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজন প্রীতি ম্যাচে সিনিয়র সবুজ দল ৩-২ গোলে জুনিয়র সাদা দল কে হারিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জয়ী দলের স্টাইগার রিয়াজ ২ গোল ও ১টিতে সহায়তা করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
খেলায় গোল করেন জয়ী দলের পক্ষে রিয়াজ ও শিমুল এবং জুনিয়র দলের পক্ষে জিসান,অপর একটি আত্মঘাতী গোল।
দক্ষিণ হালিশহরস্থ সিডিএ বালুর ০২নং মাঠে প্রাকটিস সেশন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,, অভিভাবক সদস্য মোঃ সেলিম,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে একই মাঠে বিকেল সাড়ে তিনটায় ২৫ নং ওয়ার্ডের রামপুরা ফুটবল একাডেমির সাথে (অ-১৪/১৫) বয়সী খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫