কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটির অভিষেক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
প্রতিশ্রুতিশীল সংগঠন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা-র নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক, বিদায়ী সদস্যদের সংবর্ধনা এবং বার্ষিক সাধারণ সভা এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি রেজোয়ানুল হক রাজা। সভার শুরুতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং পরে বিদায়ী সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
পরে প্রধান নির্বাচন কমিশনার কাজল রশীদ শাহীন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নতুন সভাপতি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রনজক রিজভী-সহ নতুন কমিটির অন্যান্য সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দীক তার বক্তব্যে বলেন, “কুষ্টিয়ার সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এই কমিটি দায়িত্বশীলভাবে সেই ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কুষ্টিয়ার গর্ব হাবিবুল বাশার সুমন। তিনি কুষ্টিয়ার উন্নয়নে এই সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। তিনি বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে ফোরাম আরও গতিশীল ও প্রভাবশালী হয়ে উঠবে। বিগত দিনের তুলনায় আগামীতে এই সংগঠনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক আদিত্য শাহীন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী-সহ অন্য নেতৃবৃন্দ। বক্তারা গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরে কুষ্টিয়ার সার্বিক অগ্রগতিতে ফোরামের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকায় কর্মরত কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা-র নবনির্বাচিত কমিটি (২০২৫):
-
সভাপতি: আবু বকর সিদ্দীক
-
সিনিয়র সহ-সভাপতি: আব্দুল বারী
-
সহ-সভাপতি: ফরহাদুল ইসলাম ফরিদ
-
সাধারণ সম্পাদক: রনজক রিজভী
-
যুগ্ম সাধারণ সম্পাদক: হোসেন শহীদ মজনু
-
সাংগঠনিক সম্পাদক: মুন্সি তরিকুল ইসলাম
-
অর্থ সম্পাদক: জাফর আহমদ
-
প্রচার ও প্রকাশনা সম্পাদক: তাজবীর সজীব
-
দপ্তর সম্পাদক: মনিরুল ইসলাম
-
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: জাহিদুল আলম জয়
-
মহিলা বিষয়ক সম্পাদক: শেখ তুনাজজিনা তনু
-
নির্বাহী সদস্যবৃন্দ: আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, মাহমুদুল করিম চঞ্চল, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মো. জাহিদুজ্জামান, ওয়াহেদ আহমেদ উজ্জ্বল, জহির মুন্না ও সাবিনা ইয়াসমিন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫