|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০১:১৯ অপরাহ্ণ

ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে হত্যা বন্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল


ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে হত্যা বন্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 
কুড়িগ্রামে বিশ্বব্যাপী নির্যাতিত ও নিপীড়িত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এবং আহুত আন্তর্জাতিক হরতালের প্রতি সমর্থন জানিয়ে আজ সোমবার দুপুরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


 


 

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দিয়ে অতিক্রম করে শাপলা চত্বরে পরিণত হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

 


 

পথসভায় বক্তারা বলেন, “গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। তাদের জীবন, স্বাধীনতা ও মানবাধিকারের ওপর নেমে এসেছে চরম বিপর্যয়।” তাঁরা আরও বলেন, “এই পরিস্থিতিতে বিশ্ববাসীর উচিত ন্যায়ের পক্ষে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।”
 

বক্তারা আরও বলেন, “মুসলিম উম্মাহর প্রতি এটি এক পরীক্ষা, যে যেখানে আছেন, সেখান থেকেই সামর্থ্য অনুযায়ী গাজাবাসীর জন্য প্রতিবাদ ও সহমর্মিতা জানাতে হবে।”
 

পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা গাজার জন্য দোয়া ও মানবতার জয় কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫