|
প্রিন্টের সময়কালঃ ০৩ জুলাই ২০২৫ ০২:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

কুড়িগ্রাম সফরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং


কুড়িগ্রাম সফরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (২ জুলাই) কুড়িগ্রাম সফর করবেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) কুড়িগ্রাম জেলা কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
 

প্রেস ব্রিফিংয়ের শুরুতেই জুলাই আন্দোলনের শহীদ বীর যোদ্ধা আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আহত যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের সুস্থতা কামনা করা হয়।
 

সংগঠনের যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।
 

তিনি জানান, মাসব্যাপী এই কর্মসূচির সূচনা হয়েছে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। এর ধারাবাহিকতায় আগামীকাল সকাল ১১টায় কুড়িগ্রামে পদযাত্রার আয়োজন করা হয়েছে। কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে গিয়ে পথসভায় রূপ নেবে।
 

এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ। এছাড়া কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচিতে অন্তত ২০ হাজার কর্মীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন এবং পরে তারা ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভা শেষে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।
 

প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। একইসঙ্গে কুড়িগ্রাম ট্রাফিক বিভাগকেও কর্মসূচির শৃঙ্খলা রক্ষায় সহায়তার অনুরোধ জানানো হয়।
 

মুকুল মিয়া তাঁর বক্তব্যে বলেন, “এই পদযাত্রা কেবল একটি কর্মসূচি নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পথচলা। সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি নতুন, সমতাভিত্তিক বাংলাদেশ নির্মাণে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, সদস্য আসাদুজ্জামান, তাজুল ইসলাম, লিটু সরকার, শামীম রানা, রাজু আহমেদ রাজ্জাক, ইয়াকুব আলী আইয়ুবসহ আরও অনেকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫