|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৪ ০২:২৮ অপরাহ্ণ

মাউন্ট এভারেস্ট : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কিছু অজানা তথ্য


মাউন্ট এভারেস্ট : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কিছু অজানা তথ্য


বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট। আজ থেকে প্রায় ৫৭ বছর আগে এই শৃঙ্গে মানুষের পায়ের প্রথম চিহ্ন পড়েছিল। এশিয়ার নেপাল ও চীনের সীমানায় অবস্থান এই সর্বোচ্চ শৃঙ্গের। আর এই উচু পর্বত শৃঙ্গের সাথে জড়িয়ে আছে অনেক ঘটনা, কিছু ঘটনা মজার আবার কিছু আশ্চর্যজনক। রয়েছে কিছু লৌকিক মিথ বা কল্পকাহিনী। আমাদের আজকের আর্টিকেল এমনই কিছু তথ্য নিয়ে।

এভারেস্ট নিয়ে সাধারন কিছু তথ্য 
এভারেস্ট প্রায় ৬০ মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। এভারেস্টের নামকরণ করা হয়েছে ব্রিটিশ ভারতের ৩য় গভর্নর জেনারেল স্যর জর্জ এভারেস্টের নামানুসারে।

অফিশিয়াল তথ্য অনুযায়ী মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফিট)।
১৯৫৩ সালের ২৯শে মে নিউজিল্যান্ডের স্যার এডমণ্ড হিলারি এবং নেপালের শেরপা তেঞ্জিং দক্ষিণ দিক থেকে সর্ব প্রথম এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। 
চীন অথবা নেপালের সীমান্তে অবস্থান এর উপর ভিত্তি করে এভারেস্টের উচ্চতা নিয়ে রয়েছে কিছু মত বিরোধ রয়েছে। চীনা গবেষকদের মতে, সমুদ্রপৃষ্ট থেকে এভারেস্টশৃঙ্গের উচ্চতা ২৯,০১৬ ফুট (৮,৮৪৪ মিটার) উঁচু, আবার নেপালি গবেষকদের মতে, ২৯,০৩৫ ফুট (৮,৮৪৮ মিটার)।
এভারেস্টের শীর্ষ নেপালের উত্তরে এবং চীন বা তিব্বতের দক্ষিণে অবস্থিত।
১৮৪১ সালে জর্জ এভারেস্ট মাউন্ট এভারেস্ট আবিষ্কার করেন, উনি পেশায় একজন ভারতের সার্ভেয়ার জেনারেল ছিলেন।
১৮৮৭ সালে ‘ব্রিটিশ সার্ভেয়ার অফ ইন্ডিয়া অ্যান্ড্রু ওয়া মাউন্ট’ এভারেস্টের নামকরন করেন।
এভারেস্টের পূর্ব নাম ছিল পিক-বি, পরবর্তীতে পিক-১৫ নামকরণ করা হয়।
এভারেস্টে ১৮টি ভিন্ন ভিন্ন চলাচলের রুট রয়েছে।
এভারেস্টে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে -৮০ ডিগ্রি ফারেনহাইট।
মাউন্ট এভেরেস্টের বাতাসের গতি ২০০ মাইল।
উচ্চতার কারণে শারীরিক ভারসাম্য বজায় রেখে এভারেস্ট শীর্ষে উঠতে ৪০দিনের মতো সময় লাগে। এভারেস্টের প্রথম আরোহণ হয়েছিল ১৯৫৩ সালের ২৯ মে।এভারেস্টে আরোহণের জন্য একজন দক্ষ পর্বতারোহীর প্রায় দুই মাস সময় লাগে।

এভারেস্টে আরোহণের সময় পর্বতারোহীদেরকে হিমালয়ের ভয়াবহ আবহাওয়ার সাথে মোকাবিলা করতে হয়, যার মধ্যে রয়েছে শীত, তুষারঝড়, এবং অক্সিজেনের অভাব।

এভারেস্টে আরোহণের জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়, প্রায় ৪০,০০০ মার্কিন ডলার। 
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫