স্ট্যান্ড রাজুর সাথে মিনহাজ মিঠুর ছবি ভাইরাল,সমালোচনার ঝড়!

নারায়ণগঞ্জ:-
নারায়ণগঞ্জে আবারো আলোচনায় এসেছেন কথিত মহানগর যুবদল নেতা মিনহাজ মিঠু। সম্প্রতি কুখ্যাত সন্ত্রাসী স্ট্যান্ড রাজুর সঙ্গে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশের পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, স্ট্যান্ড রাজু দীর্ঘদিন ধরে বন্দরের কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। একসময় তিনি ছাত্রলীগের প্রভাবশালী নেতা ও সন্ত্রাসী খান মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে তার নাম বারবার উঠে এসেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই আইনি প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের এক মিছিল থেকে পুলিশ রাজুকে গ্রেফতার করে।
অন্যদিকে, স্ট্যান্ড রাজুর সঙ্গে ভাইরাল হওয়া ছবির অপর ব্যক্তি মিনহাজ মিঠুর বিরুদ্ধেও অতীতে অভিযোগ রয়েছে। বন্দর থানায় পৃথক দুই ব্যক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছিলেন। যদিও সেসব অভিযোগের পরবর্তী আইনি অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি, তবে সে সময় বিষয়টি এলাকায় সমালোচনার জন্ম দিয়েছিল।
বর্তমানে মিনহাজ মিঠুকে মহানগর বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এতে স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— বিতর্কিত অতীতের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি কীভাবে এখন বিএনপির ঘনিষ্ঠ মহলে স্থান পাচ্ছেন।
ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫