|
প্রিন্টের সময়কালঃ ৩০ জুলাই ২০২৫ ০৪:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ

বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, জামাত নেতাসহ গ্রেপ্তার ৪


বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, জামাত নেতাসহ গ্রেপ্তার ৪


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় ১০টি দোকান দখল করে নেওয়ার অভিযোগে জামাত নেতাসহ চারজন গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধায় উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছয়জনকে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোয়াড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সভাপতি ও আহম্মেদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), বিএনপি কর্মী হায়দার আলী (৪৮) ও বাবা মুজিবর রহমান (৭০)। 

ভুক্তভোগীরা হলেন, উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা কোরবান আলী, শাহ আলম হোসেন, মোতালেব হোসেন।

মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, অনেক দিন যাবত আহম্মেদপুর বাজারের ব্যবসাইদের নিকট থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবী করে জামাত নেতা রুহুল আমী ও তার ভাইয়েরা। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ৪০ থেকে ৫০জন সোমবার বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্রো নিয়ে আমাদের মারপিট করে। এক পর্যায়ে তারা তালা দিয়ে আমাদের ১০টি দোকান বন্ধ করে দেয়। আমরা নিরুপায় হয়ে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিয়ে রক্ষা পাই।

ভুক্তভোগী কোরবান আলী বলেন, বিকেলে সেনাবাহীনি ও বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান করে চার জনকে গ্রেপ্তার করে ও ১০টি দোকান অবমুক্ত করে। 

জামাত নেতা রুহুল আমিন চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, এই জমি আমাদের। দির্ঘদিন যাবত তারা দখল করে আসতেছে। জমি ফেরত চাই দেয় না। আমরা কোর্টে মামলা করেছে। কিন্তু এভাবে দোকানে তালা দেওয়া আমাদের ঠিক হয় নাই।

বিএনপি কর্মী হায়দার আলী বলেন, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও জোয়াড়ী ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্ব সমাধান করার জন্য একটি কমিটি করা হয়। সেখানে উভয় পক্ষই জামানত বাবদ ১৫ হাজার করে টাকা জমা দেয়। কিন্তু তারা সেটি মানে না। তাই আমরা দখল করেছি। কিন্তু সেটি আমাদের ঠিক হয় নাই।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় ১০টি দোকানে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগী থানায় মামলা করেছেন। আসামীদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫