|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ

পদ্মার কুয়াশাচ্ছন্ন বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ


পদ্মার কুয়াশাচ্ছন্ন বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ


ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরের হরিনা এলাকায় পদ্মা নদীতে কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ নামের দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনায় উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

রবিবার (২২ ডিসেম্বর) সকালে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।
 

সূত্র জানায়, শনিবার রাতে বরিশাল থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বরিশালের দিকে যাচ্ছিল। চাঁদপুরের হরিনা এলাকায় ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। কর্মকর্তাদের মতে, কুয়াশার ঘনত্বের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে কোনো যাত্রী আহত হয়নি।
 

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর কীর্তনখোলা-১০ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। তবে, প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামের আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রবিবার সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয় লঞ্চে ১২শ’র বেশি যাত্রী ছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫