|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৩ ০৫:৪০ অপরাহ্ণ

ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একসাথেঃ পরীমনি- রাজ


ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একসাথেঃ পরীমনি- রাজ


প্রত্যেক বাবা-মায়ের কাছে সন্তানের জন্ম যেন সুখের আশীর্বাদ বয়ে আনে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি এবং শরীফুল রাজের একমাত্র ছেলে রাজ্যও এক অমূল্য রতন। তারই প্রমাণ দিলেন ভাঙনের সংসারে সন্তানের খুশিতে আরেকবার দুজন একত্র হয়ে। 

রোববার (১১ জুন) ভোরে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্যদেরসঙ্গে রয়েছেন শরিফুল রাজ। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশী দেখা যায়। 


ওই ভিডিওর সঙ্গে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়ে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।’ সাম্প্রতিক কিছু ঘটনায় ব্যক্তিগত কারণে রাজ-পরীর দাম্পত্য কলহ থাকলেও ছেলের বিশেষ দিনটি উদযাপনে কিছু মুহূর্ত একসঙ্গে কাটান এ তারকা জুটি।

কিছুক্ষণের জন্য রাজ ছেলে রাজ্যকে দেখতে আসলেও ভিডিওতে একটি সুখী পরিবার হিসেবেই ধরা দিয়েছেন তারা। যা দেখে নেটিজেনরাও খুশি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫