|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০২:৫৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ


লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ


ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (৩০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ফুলকুঁড়ি আসর লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি শহর শাখার প্রধান উপদেষ্টা আবু খালেদ মো. সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী
 

প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন ফুলকুঁড়ি কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালচারাল ও স্কুল পরিচালক রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট মাহির আসহাব, এডভোকেট শাহাতাদ হোসেন, এবং কবি কবিরুল ইসলাম আরজু
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি লক্ষ্মীপুর শহর শাখার উপদেষ্টা সভাপতি মোন শাহাদাত, পরিচালক শাফায়াত উল্লাহ, রায়পুর শাখার পরিচালক আহমেদ ফরিদ, এবং কার্যকরী সদস্য কায়সার আহমেদ আফিফ
 

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুঁড়িদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষাংশে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মোট ৮টি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন, বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৪৯ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
 

অনুষ্ঠানটি শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে জাতীয় মূল্যবোধ জাগ্রত করতে এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫