|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৫ ০৪:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ণ

জামালপুরে মোহনা টেলিভিশন সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।


জামালপুরে মোহনা টেলিভিশন সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।


শেখ শাকিল হাসান,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:-

 

জামালপুরের ইসলামপুরে  সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ওসমান হারুনী মোহনা টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনসেড ঘরে যান। সেখানেই তিনি অধিকাংশ সময় সংবাদ পাঠানো ও লেখা-লেখির কাজে ব্যয় করতেন। কিছুক্ষণ পর তার ছোট ভাইয়ের স্ত্রী ঘরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামিয়ে আনেন। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান।

 

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, কিছুদিন যাবৎ তিনি সাংবাদিকতার কাজে মনোযোগী ছিলেন না। অসুস্থতার কারণে একটি অপারেশন হয়েছিলো এবং সামনে আরেকটি অপারেশন হওয়ার কথা ছিলো। তিনি খুব কম কথা বলতেন। তবে কেন তিনি এমন কাজ করলেন, তা পরিবারের কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।
 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।


এদিকে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক সমাজ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫