|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০১:৪০ অপরাহ্ণ

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক শুরু


তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক শুরু


ঢাকা: সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বেলা ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।
 

এর আগে দুপুর ১২টার কিছু আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসি সচিবালয়ে পৌঁছান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।
 

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হওয়ার কথা রয়েছে।
 

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে যৌথ বাহিনীর করণীয় নিয়ে আলোচনা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫