চান্দিনায় পরকিয়ার জেরে ৩ বাচ্চার মায়ের আত্মহত্যা

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন এর হারলদার উত্তরপাড়া এলাকায় এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
সোমবার (৬ জানুয়ারি)সকাল ১০টায় তার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মোসাঃরুমি আক্তার (২৫) নামে এক মহিলা আত্মহত্যা করে।পরে বিকাল ৩ টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে চান্দিনা থানা পুলিশ।
হারলদার উত্তরপাড়ার লোকজনের সাথে কথা বলে জানা যায়,স্বামী প্রবাসে থাকায় ঐ মহিলা স্বামীর বাড়ি চেয়ে বাবার বাড়িতে বেশি থাকতো পরে পাবনা জেলার এক ১৩ বছরের টিকটকার ছেলের সাথে পরকিয়া প্রেমে জড়ায়। গত ১ সপ্তাহ আগে ঐ ছেলের সাথে পালিয়ে যাওয়ায় বিষয়টা জানাজানি হয়ে যায়।পরে ঐ মেয়ের পরিবার অনেক খোঁজাখুঁজি করে গত শুক্রবার তাকে ঐ ছেলের কাছ থেকে বাড়িতে নিয়ে আসে এবং চাপ সৃষ্টি করে।আজকে সকালে ঐ মহিলা তার বাবার বাড়িতে তার ওড়না দিয়ে ফ্যান এর সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।
মাইজখার ইউনিয়নের হারলদার গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, নিহত রুমি আক্তারের ৩ ছেলে।
চান্দিনা থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, পারিবারিক কলহের জের ধরে গঁলায় ফাঁস দিয়ে ওই মহিলা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ঘটনায় এখনো কেউ লিখিতভাবে কোন অভিযোগ করেননি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫