|
প্রিন্টের সময়কালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৮ অপরাহ্ণ

কাতারে ইসরায়েলের হামলা, আলোচনার টেবিলে ছিল হামাস


কাতারে ইসরায়েলের হামলা, আলোচনার টেবিলে ছিল হামাস


অনলাইন ডেস্ক:-

 

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামাসের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে।
 

হামাসের এক সূত্র আল-জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে থাকা হামাসের আলোচক দলকে নিশানা করা হয়।
 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনাকে “অপরাধমূলক হামলা” আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের সরাসরি লঙ্ঘন। পাশাপাশি তিনি কাতার ও সেখানকার নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকির সতর্কবার্তাও দেন।
 

তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ পায়নি।
 

সূত্র: আল-জাজিরা


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫