ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে নিহত ৭, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৭, আহত ৩০
ফরিদপুরের বাখুন্ডা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ সাতজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে শরিফ জুট মিলের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফারাবী পরিবহনের একটি দ্রুতগতির বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে একটি বিদ্যুতের পিলারে ধাক্কা খায়।
নিহতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের জোয়ার সরদার (৬৫) ও তার ছেলে ইমান সরদার (৩৫), দীপা খান (৩৪), ভারতি সরকার (৪০), আলম চৌধুরী (৪০), ফজিরন নেসা (৬৫) এবং আজিবর উদ্দিন (৪৩)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের অভিযোগ, বাসটি শুরু থেকেই বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে চালক বারবার ওভারটেক করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পেছন থেকে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদপুরের ইউএনও ইশরাত জাহান জানান, চালকের বেপরোয়া গতিই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে এবং বিআরটিএর মাধ্যমে আরও সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫