|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে বার্তা সারজিসের


কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে বার্তা সারজিসের


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, “এই পা-চাটা দালালরা জনতার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের নেত্রী হাসিনা হাজারো খুনের নির্দেশদাতা। গত ১৭ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, লুটপাট, ধর্ষণ—কোনো অপরাধই তারা বাদ দেয়নি।”

 


 

তিনি আরও লিখেছেন, “এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে তারা বিবেক হারিয়েছে। তারা নিজেদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্যও অভিশাপ।”
 

সারজিস সতর্ক করে বলেন, “এই নরপশুদের আর ছাড় দেওয়া যাবে না। যারা অর্থ বা বিভিন্ন সুবিধার বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরও ছোবল মারবে।”
 

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
 

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আখতার হোসেন বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। কয়েকটি ডিমে কিছু যায় আসে না। বরং এই ঘটনা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।”
 

ডিম নিক্ষেপের ঘটনায় ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫