বিরতি নিলেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কাজল

হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন বলিউড তারকা কাজল। আজ শুক্রবার টুইটার ও ইনস্টাগ্রামে তিনি এ ঘোষণা দিয়ে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি।’
এর আগে ইনস্টাগ্রাম থেকে আগের সব পোস্ট মুছে ফেলেছেন তিনি, কেন মুছে ফেলেছেন, তা এখনো জানাননি। তবে টুইটারে তাঁর আগের পোস্টগুলো এখনো দেখা যাচ্ছে। কাজলের ইনস্টাগ্রাম পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তাঁর প্রতি ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘আশা করি, কঠিন সময় কাটিয়ে আবারও ফিরে আসবেন।’ আরেকজন লিখেছেন, ‘নিজের যত্ন নেবেন।’
গত বছর মুক্তিপ্রাপ্ত রেবতি পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে কাজলকে। একই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে আমির খানকে। এর আগে ‘তাহানজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় দেখা গেছে কাজলকে। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, সাইফ আলী খান। ২০২১ সালে নেটফ্লিক্সের সিনেমা ‘ত্রিভাঙ্গা’ দিয়ে ওটিটিতেও অভিষেক ঘটেছে তাঁর। তাঁকে সামনে নেটফ্লিক্সের অমনিবাস সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’-তে দেখা যাবে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাজিগর’, ‘দুশমন’, ‘কুচ কুচ হোতা হ্যায়’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় পাওয়া গেছে কাজলকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫