|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর পরিচালনা: হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর


চট্টগ্রাম বন্দর পরিচালনা: হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হবে কিনা তা নির্ধারণে হাইকোর্ট ৪ ডিসেম্বর রায় দেবেন। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজর ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ে রায়ের তারিখ নির্ধারণ করা হয়।
 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
 

বিএনপির আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অন্তর্বর্তী সরকার এই ধরনের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারবে না। বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কি না তা সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচিত সরকারের।
 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বন্দরের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে—এটি ভ্রান্ত ধারণা। অন্তর্বর্তী সরকারও নির্বাচিত সরকারের মতোই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
 

এর আগে, ২০ নভেম্বর হাইকোর্ট চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫