|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ

ইরান দূতাবাসের ঢাকায় ‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ইরান দূতাবাসের ঢাকায় ‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-

 

ঢাকাস্থ ইরান দূতাবাসের ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৪ জানুয়ারি, শনিবার দুপুরে রাজধানীর ফার্স হোটেলের রিক্রিয়েশন লাউঞ্জে ‘নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব আহলুল বাইত এর মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাপরিচালক আবদুস সালাম খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ইরানের রিলিজিয়ন্স ও ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫